Sambad Samakal

Mamata: বাংলার কলঙ্ক! খালিস্তানি ইস্যুতে নাম না করে শুভেন্দুকে তীব্র কটাক্ষ মমতার

Feb 21, 2024 @ 7:01 pm
Mamata: বাংলার কলঙ্ক! খালিস্তানি ইস্যুতে নাম না করে শুভেন্দুকে তীব্র কটাক্ষ মমতার

সন্দেশখালি যাওয়ার পথে পাগড়ি পরিহিত এক পুলিশ আধিকারিকের উদ্দেশে খালিস্তানি বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর এই ইস্যুতে এবার শুভেন্দুর নাম না করে ‘বাংলার কলঙ্ক’ বলে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেমবার ভাষা শহিদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “নিজের ডিউটি করছিল বলে, এক জন শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলছে! কেন আমাদের সেনার শিখ রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট নেই। আমাদের পুলিশে শিখ অফিসার আছেন, মুসলিম অফিসার আছেন। পাগড়ি পরিহিত শিখ অফিসারকে খালিস্তানি বলবে! মুসলিম অফিসারকে পাকিস্তানি বলবে! আমাকেও কত নামে ব্যাঙ্গ করেছে, আমি ওসব গায়ে মাখিনা। দু-এক জন হঠাৎ গজিয়ে উঠেছে। বাংলার সবথেকে বড় কলঙ্ক এরাই।”

Related Articles