সন্দেশখালি কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর এরমধ্যেই লোকসভা ভোটের আগে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের এখবর জানিয়েছেন।
তিনি জানান, আগামী ৬ মার্চ বাংলায় আসবেন মোদি। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে তাঁর জনসভা করার কথা রয়েছে। সুকান্ত জানিয়েছেন, সন্দেশখালির প্রতিবাদী মানুষ চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন।
রাজনৈতিক মহলের মতে, চব্বিশের লোকসভা ভোটের আগে মতুয়া সম্প্রদায়ের ভোটারদের নাগরিকত্বের বিষয়ে বিশেষ বার্তা দিতে পারেন মোদি। এছাড়াও সন্দেশখালি কাণ্ডে মমতা সরকারকে নিশানা করতে পারেন তিনি।