কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের সামনে ধুন্ধুমার! ২ টাকার নোট বদলের লাইনে তোলা তোলার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে! পাল্টা প্রতিবাদ তৃণমূল কংগ্রেস কর্মীদের। দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ জন।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে রিজার্ভ ব্যাঙ্কের সামনে নোট বাতিলের লাইনে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। অভিযোগ সেই সময়ে স্থানীয় কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অনুগামীরা তোলা চান। প্রতিবাদে জড়ো হয়ে যান তৃণমূল কংগ্রেস কর্মীরা। শুরু হয়ে যায় তুমুল অশান্তি। পরে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে গেট বন্ধ করে দেওয়ার দীর্ঘক্ষণ কাজ আটকে যায় রিজার্ভ ব্যাঙ্কে। যদিও তোলাবাজির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক।