খোঁজ নেই সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের। এবার নতুন করে তাঁর বিরুদ্ধে তৎপরতা শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে, জমি-ভেড়ি দখল, বেআইনি আর্থিক লেনদেন, কালো টাকা বিদেশে পাচার সহ একাধিক অভিযোগে নতুন করে শেখ শাহজাহানের বিরুদ্ধে আদালতে ইসিআইআর পেশ করেছেন তদন্তকারীরা।
আর শুক্রবার সকাল থেকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন ইডির তদন্তকারীরা। কলকাতার বিজয়গড়, হাওড়ার হালদারপাড়া সহ উত্তর চব্বিশ পরগনার ৪টি আলাদা আলাদা স্থানে চলছে তল্লাশি। সকলের সঙ্গেই শেখ শাহজাহানের ব্যবসায়ীক লেনদেন ছিল বলে খবর। ইডি সূত্রে খবর, এই সব ব্যবসায়ীদের মাধ্যমে বেআইনি অর্থ পাচার করা হয়েছে কিনা, সেই বিষয়টিই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।