লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত সন্দেশখালির পরিস্থিতি নিয়ে চিন্তিত জাতীয় নির্বাচন কমিশন! জানা যাচ্ছে, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্দেশখালির পরিস্থিতি নিয়ে এক বিশেষ বৈঠক আহ্বান করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আরিজ আফতাব।
জানা যাচ্ছে, ওই বৈঠকে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক, পুলিশ সুপার ও কমিশনারকে ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সন্দেশখালির পরিস্থিতি পর্যালোচনা করে বিশেষ ব্যবস্থা নেওয়া হতে পারে।