গ্রীষ্মের তীব্র দাবদাহে, কাঠ ফাটা রোদে একফোঁটা পানীয় জলের জন্য হাহাকার! গরমের শুরুতেই সমস্যা সমাধানে এগিয়ে এলেন কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস। পথচলতি সাধারণ মানুষ থেকে ওয়ার্ডের নাগরিক, সকলের জন্যই সুখবর। কাউন্সিলর মৌসুমী দাসের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় পর পর সাতটি বিশুদ্ধ ও ঠান্ডা জলের মেশিন বসতে চলেছে ওয়ার্ডের বিভিন্ন জনবহুল মোড়ে। যার প্রথমটি চালু হয়ে গেল ২৪ ফেব্রুয়ারি, শনিবার থেকেই। ওয়ার্ডে ঠান্ডা ও বিশুদ্ধ পানীয় জলের প্রথম মেশিনটি বসল সাউথ সিটি মলের উল্টোদিকে হোন্ডা শোরুমের পাশে আনোয়ার শা রোডের উপর। এদিন মেশিনটি উদ্বোধন করেন কাউন্সিলর মৌসুমী দাস।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাউন্সিলর মৌসুমী দাস জানান, “সম্পূর্ন বিনামূল্যে ওয়ার্ডের বাসিন্দারা এই মেশিন থেকে ২৪ ঘণ্টাই ঠান্ডা ও বিশুদ্ধ পানীয় জল পাবেন।” পুরমাতার এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।