ইএম বাইপাসের ধারে আনন্দপুরে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই অন্তত ৫০টি ঝুপড়ি! জানা যাচ্ছে, রবিবার সকালে আচমকাই আনন্দপুরে ফর্টিস হাসপাতালের সামনে ঝুপড়িতে আগুন লেগে যায়। একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটতে থাকে। প্রবল হাওয়ায় একের পর ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত দমকলের প্রায় ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। যদিও এখনও সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ভস্মীভূত ঝুপড়ির সামনে হাহাকার এলাকার মানুষের।