আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’! রবিবার ১১০ তম পর্বের একদম শেষ দিকে এমনই ঘোষণা করলেন তিনি।
এদিন মোদি জানান, “সামনেই লোকসভা নির্বাচন। মার্চ মাসেই দেশে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাবে। তাই আগামী তিন মাস এই অনুষ্ঠান সম্প্রচারিত হবেনা।” প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই আকাশবাণী’র মাধ্যমে ‘মন কি বাত’ অনুষ্ঠানের সূচনা করেছিলেন মোদি। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে দেশবাসীকে বার্তা দিয়ে থাকেন দেশের প্রধানমন্ত্রী।