সন্দেশখালির পথে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ৫২ কিলোমিটার আগে ভোজেরহাটেই তাদের আটকে দিল পুলিশ। ১৪৪ ধারা লাগুর কথা জানিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে সন্দেশখালিতে যেতে দিতে রাজি নয় পুলিশ।
জানা যাচ্ছে, পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিংহ রেড্ডির নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে ওই দলটি এসেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে জানতেই এই সফর বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। যদিও শেষপর্যন্ত তাদের কোনওভাবেই এলাকায় যেতে রাজি নয় পুলিশ-প্রশাসন।