রাজ্যের দুই মন্ত্রীর উপস্থিতিতেই ফের উত্তপ্ত সন্দেশখালি! গ্রামের মহিলাদের হাতে ঘেরাও সন্দেশখালির বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা অজিত মাইতি। শনিবারই শেখ সিরাজউদ্দীনকে সরিয়ে অঞ্চল সভাপতির দায়িত্বে আনা হয়েছিল অজিতকে। আর তারপরেই গ্রামের মহিলাদের ব্যাপক ক্ষোভের মুখে পড়লেন তিনি।
রবিবার গ্রামের মহিলাদের তাড়া খেয়ে একটি বাড়িতে আশ্রয় নেন তৃণমূল নেতা অজিত মাইতি। তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এপ্রসঙ্গে সেচমন্ত্রী পার্থ ভৌমিক জানান, “কেউ অন্যায় করলে দল তার পাশে থাকবেনা। অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরেই দল পদ থেকে সরিয়ে দিয়েছে। ক্ষিপ্ত জনতার হাত থেকে তাকে বাঁচানো পুলিশের দায়িত্ব। কিন্তু দল কোনও জমিদখলকারীর দায়িত্ব নেবেনা।”