Sambad Samakal

TMC: হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা! ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড, কী ঘোষণা অভিষেকের?

Feb 25, 2024 @ 5:28 pm
TMC: হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা! ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড, কী ঘোষণা অভিষেকের?

হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা, লোকসভা ভোটের প্রচারের শুরুতেই ব্রিগেড ডাকল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আগামী ১০ মার্চ ব্রিগেডে জনসভার ডাক দেওয়া হচ্ছে। যেখানে মূল বক্তা হিসেবে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের তরফে এই ব্রিগেডের নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’। বজবজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “বাংলার বিরুদ্ধে যারা গত ২ বছর ধরে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে, তাদের কার্যকলাপের বিরুদ্ধে এই ব্রিগেড। বাংলাবিরোধী, বহিরাগত শাসকের জনবিরোধী নীতির প্রতিবাদে আমাদের লড়াই।”

রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখেই প্রচারে ঝাঁপাতে চলেছে তৃণমূল। আর আনুষ্ঠানিক ভাবে ১০ মার্চ থেকেই লোকসভা ভোটের প্রচারের দামামা বাজিয় দিতে চলেছেন মমতা-অভিষেক।

Related Articles