ফের উত্তপ্ত সন্দেশখালি! সোমবার সকালে স্থানীয় মহিলাদের রোষের শিকার হলেন বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শংকর সর্দার। লাঠি, জুতো, ঝাঁটা হাতে ওই তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালান মহিলারা। কার্যত তছনছ করে দেওয়া হয় বাড়ি।
মহিলাদের দাবি, গ্রামের বহু মানুষের জমি, ভেড়ি দখল করেছেন শংকর সর্দার। তাই অবিলম্বে তাঁকে গ্রেফতার করতে হবে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।