ফের পুলিশের হাতে গ্রেফতার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। মঙ্গলবার সকালে কলকাতা থেকে সন্দেশখালির পথে যাচ্ছিলেন তিনি। সেই সময়েই সায়েন্স সিটির কাছে নওশাদের পথ আটকায় পুলিশ। জানানো হয়, ১৪৪ ধারা জারি থাকায় এই মুহূর্তে তাঁকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়।
ফলে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায় আইএসএফ বিধায়কের। তখনই নওশাদকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে আসা হয়। যদিও সন্দেশখালি থেকে ৬২ কিলোমিটার দূরে কলকাতার সায়েন্স সিটিতে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতারি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।