Sambad Samakal

LPG Gas Price: ভোটের মুখে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! বাড়তি কত টাকা দিতে হবে?

Mar 1, 2024 @ 10:30 am
LPG Gas Price: ভোটের মুখে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! বাড়তি কত টাকা দিতে হবে?

চব্বিশের লোকসভা ভোটের মুখে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! শুক্রবার, ১ মার্চ থেকেই বর্ধ্বিত দামে কিনতে হবে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার। যদিও বাড়িতে ব্যবহৃত ১৪ কেজির রান্নার গ্যাসের সিলেন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সিলিন্ডারপিছু দাম বেড়েছে ২৫ টাকা করে।

বর্ধ্বিত নতুন দাম অনুসারে, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৯১১ টাকা। ফলে হোটেল, রেস্তোরাঁ ব্যবসায়ীদের খরচ এক ধাক্কায় অনেকটাই বাড়ল।

Related Articles