উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছিলেন একদিন আগে থেকেই। এবার আরও একধাপ এগিয়ে শনিবার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি দাবি করলেন কুণাল ঘোষ।
শুক্রবারই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক দুই পদ থেকেই ইস্তফা দিয়েছেন কুণাল। তবে পদ ছাড়লেও তৃণমূলেই থাকছেন বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি বলেই উল্লেখ করেছেন তিনি। স্পষ্ট ভাবেই উড়িয়েছেন দলবদলের জল্পনাও। শনিবার সোশ্যাল মিডিয়ায় আরও বিস্ফোরক কুণাল। এক্স হ্যান্ডেলে ইডি ও সিবিআই ডিরেক্টরদের ট্যাগ করে তিনি লিখেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত হওয়া উচিত। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফে ভুবনেশ্বর এইমসকে দেওয়া টাকা নিয়েও তদন্ত হওয়া উচিত। তিনি লিখেছেন, অভিযোগ সত্যি হলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়লা কেলেঙ্কারির যোগ উঠে আসতে পারে। তাই তাঁর দাবি, “তদন্তের স্বার্থে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত।”