চব্বিশের লোকসভা ভেট ঘোষণার আগেই বাংলার বিভিন্ন প্রান্তে এসে পৌঁছেছে প্রায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রবিবার সকালে দক্ষিণ কলকাতার কসবা, সার্ভে পার্ক সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ চালালেন জওয়ানরা।
পূর্ব যাদবপুর থানা, সার্ভে পার্ক থানা এলাকার একাধিক স্থানে চলে রুটমার্চ। কসবা, ইএম বাইপাস লাগোয়া বিভিন্ন এলাকাতেও রুট মার্চের পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, এদিনই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের পুলিশ, প্রশাসনের শীর্ষ আধিকারিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তারা।