ফের বাংলার দিকে ধেয়ে আসছে ঝড়! আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে তৈরি হয়েছে পশ্চিমি ঝঞ্জা। তার সঙ্গে ঘূর্ণাবর্ত যুক্ত হয়ে রাজ্যের দিকে ধেয়ে আসছে।
আজ রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই ঘণ্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।