লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বড় চমক! রবিবার একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি মঙ্গলবার পদত্যাগ করতে চলেছেন। বিচারপতি হিসেবে পদত্যাগের পরে ‘বৃহত্তর স্বার্থে’ রাজনীতির ময়দানে যোগ দিতে পারেন বলেও জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তবে ঠিক কোন রাজনৈতিক দলে তিনি যোগ দিতে চলেছেন, সেবিষয়ে এদিন কিছু খোলসা করে বলেননি। তবে স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই। বিরোধী কংগ্রেস, সিপিএম, বিজেপি’র মধ্যে কোনও একটি দলে যোগ দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সবটাই স্পষ্ট হয়ে যাবে আগামী মঙ্গলবার।