রবিবার সাতসকালে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি! জানা যাচ্ছে, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার নরেন্দ্রপুর স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে যায়। ফলে ডাউন লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পরে লোকাল ট্রেনগুলি।
রেল সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতায় ওভারহেড তার বদলে ফেলার প্রক্রিয়া চালানো হচ্ছে। দ্রুত যাতপ পরিষেবা স্বাভাবিক হয়, সেই চেষ্টাই চালানো হয়েছে। যদিও রবিবার ছুটির দিন হওয়ায় অফিস যাত্রীদের ভোগান্তি কিছুটা কমেছে।