এবার ভোটের ময়দানে আরও এক তারকা! জানা যাচ্ছে৷ ভোটের ময়দানে নামতে চলেছেন ‘দিদি নম্বর ১’ খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জী। তৃণমূলের টিকিটে চব্বিশের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি।
সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূলের তরফে রচনা ব্যানার্জীর আসন চূড়ান্ত করে ফেলা হয়েছে। মেদিনীপুরের কাঁথি বা তমলুক, এই দুই আসনের মধ্যে থেকে কোনও একটিতে লড়তে পারেন রচনা। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ভোট ময়দানে তারকাদের পদার্পণ কোনও নতুন ঘটনা নয়। সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরেই, রচনার ভোট রাজনীতিতে চূড়ান্ত হয়ে গিয়েছিল।