আবগারি দুর্নীতি মামলায় অষ্টমবার হাজিরা এড়ানোর পরে অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! জানা যাচ্ছ, সোমবার তাঁকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে দিল্লির মুখ্যমন্ত্রী চিঠি লিখে ইডির তদন্তকারীদের জানিয়েছেন, এদিন অর্থাৎ ৪ মার্চ তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। আগামী ১২ মার্চের পরে হাজিরা দিতে প্রস্তুত। এখন দেখার কেজরিওয়ালের পাঠানো এই চিঠির ভিত্তিতে ঠিক কী পদক্ষেপ নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।