Sambad Samakal

Supreme Court: উঠে গেল সাংসদ-বিধায়কদের রক্ষাকবচ! ঘুষ কাণ্ডে কী রায় সুপ্রিমকোর্টের?

Mar 4, 2024 @ 2:23 pm
Supreme Court: উঠে গেল সাংসদ-বিধায়কদের রক্ষাকবচ! ঘুষ কাণ্ডে কী রায় সুপ্রিমকোর্টের?

উঠে গেল সাংসদ-বিধায়কদের রক্ষাকবচ! সোমবার ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করল সুপ্রিমকোর্ট।
এখন থেকে হাউসে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলে আর কোনও আইনি রক্ষাকবচ পাবেন না সাংসদ-বিধায়করা। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিশেষ সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, ঘুষ নেওয়ার অভিযোগ উঠলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও মামলায় সুপ্রিম কোর্ট সাংসদ-বিধায়কদের রক্ষাকবচ দিয়েছিল। যার ফলে, হাউসে ভাষণ বা ভোট দেওয়ার জন্য যদি কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যেত না। এদিন ২৬ বছরের পুরনো রায় এদিন বাতিল করে দিল শীর্ষ আদালত। কারণ এই রায় সংবিধান বিরোধী।

Related Articles