‘অভিমানী’ তৃণমূলের বর্ষীয়ান নেতা ও বরানগরের বিধায়ক তাপস রায়! সম্প্রতি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। তারপর থেকেই তাপস রায়ের দল ছাড়ার জল্পনা তীব্র হয়।
এই পরিস্থিতিতে সোমবার সকালে তাপস রায়ের বৌবাজারের বাড়িতে উপস্থিত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বরফ গলিয়ে তাপস রায়ের মান ভঞ্জনের চেষ্টা চালাচ্ছেন তাঁরা। এখন দেখার শেষপর্যন্ত তাপস রায়ের অভিমান ভাঙাতে সক্ষম হন কিনা ব্রাত্য-কুণাল।