Sambad Samakal

Tapash Roy: একরাশ ক্ষোভ উগড়ে তৃণমূল ছাড়লেন তাপস রায়! যোগ দেবেন বিজেপিতে?

Mar 4, 2024 @ 1:25 pm
Tapash Roy: একরাশ ক্ষোভ উগড়ে তৃণমূল ছাড়লেন তাপস রায়! যোগ দেবেন বিজেপিতে?

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন বরানগরের বিধায়ক তাপস রায়। সোমবার সকালে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে একথা জানান তিনি নিজেই। জানা যাচ্ছে, এদিনই বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিতে চলেছেন তিনি।

প্রসঙ্গত, এদিনই তাপস রায়ের বাড়িতে গিয়ে বরফ গলানোর শেষ চেষ্টা করেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও তাতে বিশেষ লাভ হয়ননি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস বলেন, “আমার বাড়িতে কুণাল যখন বোঝাতে এসেছিল, তখনই ওঁর কাছে দলের সভাপতি সুব্রত বক্সির শো-কজ নোটিশ এসেছে। যাদের শোকজ, সাসপেন্ড, বহিষ্কার করা উচিত, তারাই বহাল তবিয়তে আছে। এরাই হচ্ছে দল!”

সূত্রের খবর, আগামী ৭ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিতে পারেন তাপস রায়। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন তিনি।

Related Articles