সমস্ত জল্পনা সত্যি করে শেষপর্যন্ত বিজেপিতেই যোগদানের কথা ঘোষণা করে দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ বলেন, “বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল, তাই সেখানে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, “আগামী ৭ তারিখ আমি বিজেপিতে যোগ দিতে চলেছি। লোকসভ ভোটে লড়ব, তবে কোন আসন থেকে লড়ব তা এখনও নির্দিষ্ট হয়নি। এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন।”