Sambad Samakal

Abhijit Ganguly: কেন সিপিএম, কংগ্রেসে না গিয়ে বিজেপিতে যোগ, কী দাবি অভিজিতের?

Mar 5, 2024 @ 3:46 pm
Abhijit Ganguly: কেন সিপিএম, কংগ্রেসে না গিয়ে বিজেপিতে যোগ, কী দাবি অভিজিতের?

মঙ্গলবার নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মূলত তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়তেই বিচারপতির পদ ছেড়ে রাজনীতির ময়দানে আসা বলে দাবি করেছেন তিনি। তবে সিপিএম বা কংগ্রেসের বদলে বিজেপিকে কেন বেছে নিলেন?

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিজিৎ জানিয়েছেন, “আমি ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি। সিপিএম প্রকাশ্যে ধর্মে বিশ্বাস করেনা, তাই সেখানে যাওয়ার প্রশ্নই নেই। আর কংগ্রেস একটি পরিবারতান্ত্রিক দল। সেখানে একটা পরিবারের কথাতেই সবকিছু হয়। জয়রাম রমেশের মত মানুষ রাহুল গান্ধীর থেকে অনেক বেশি জানেন। কিন্তু তাও তাঁকে একটা পরিবারের তাঁবেদারি করতে হয়। কেন করেন জানিনা। বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল, যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়ছে। তাই শেষ পাঁচ দিনে আদালত থেকে ছুটি নিয়ে বিজেপির সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম, ওঁরাই যোগাযোগ করেছিলেন।”

Related Articles