ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! জানা যাচ্ছে, তৃণমূলের টিকিটেই ফের চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন তিনি। তবে কলকাতায় নয়, তাঁকে পাঠানো হতে পারে পার্শ্ববর্তী কোনও জেলায়।
সূত্রের খবর, হুগলি জেলার কোনও কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে মিমি চক্রবর্তীকে। যাদবপুর লোকসভা থেকে তাঁকে যে টিকিট দেওয়া হচ্ছেনা, তা মোটামুটি পাকা হয়ে গিয়েছে। প্রসঙ্গত, গত মাসেই যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূলের এই তারকা সাংসদ।