আর দিন কয়েক পরেই ঘোষণা হয়ে যাবে চব্বিশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ। তার আগে বাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকী উন্নয়নের কাজে বাধা বলেও আখ্যায়িত করলেন।
এদিন বারাসাতের জনসভা থেকে মোদি বলেন, “কেন্দ্রীয় সরকারের সমস্ত জনমুখী প্রকল্প নিজেদের রাজ্যে আটকে দিচ্ছে ইন্ডিয়া জোটের শরিক সরকারগুলো। এরফলে সরকারের প্রকল্পগুলো থকে বঞ্চিত হচ্ছেন মহিলা সহ সমাজের সমস্ত স্তরের মানুষ। তাই আগামী নির্বাচনে ইন্ডিয়া জোটকে হারাতে হবে। ৪০০ আসন নিয়ে জেতাতে হবে এনডিএ সরকারকে।”