বুধবার বারাসাতের জনসভা থেকে সন্দেশখালি কাণ্ডে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপরেই সভার শেষে সন্দেশখালির পাঁচ হন নির্যাতিতা মহিলা মুখোমুখি হলেন মোদির।
সূত্রের খবর, দেশের প্রধানমন্ত্রীর কাছে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে অকথ্য অত্যাচারের অভিযোগ উগড়ে দিয়েছেন তাঁরা। এছাড়াও শাহজাহানের ভাই, সিরাজউদ্দীনের বিরুদ্ধেও নিজেদের অভিযোগের কথা প্রধানমন্ত্রীর কাছে জানান নির্যাতিতারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয়। প্রধানমন্ত্রী মোদিও সন্দেশখালির নির্যাতিতাদের পাশে থাকার বার্তা দিয়েছেন বলে খবর।