বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি রাজনীতির ময়দানে সম্পূর্ণ নতুন। আজ থেকে দুর্নীতিমুক্ত বাংলা তৈরির জন্য লড়াই করব। দলের পক্ষ থেকে আমায় যে দায়িত্ব দেওয়া হবে, তা পালন করব। ২০২৬-এ যাতে আর তৃণমূল কংগ্রেস নামক দলটা ক্ষমতায় আসতে না পরে, সেজন্য কাজ করব। কারণ বাংলা যখন প্রতিনিয়ত সব বিষয়ে পিছিয়ে পড়ছে, তখন বাঙালি হিসেবে কষ্ট হয়।”