Sambad Samakal

TMC: টিকিট না পেয়ে পদ্মের অভিমানী মুকুট এবার ঘাসফুলে!

Mar 7, 2024 @ 4:25 pm
TMC: টিকিট না পেয়ে পদ্মের অভিমানী মুকুট এবার ঘাসফুলে!

তৃণমূল ছেড়ে বিধায়ক তাপস রায়ের যোগদান ঘিরে যখন খুশির হাওয়া বঙ্গ বিজেপিতে, ঠিক সেই সময়ই ভাঙনের খবর গেরুয়া শিবিরে। দল ছেড়ে ঘাসফুলের পতাকা ধরলেন বিজেপির রানাঘাট দক্ষিণের চিকিৎসক-বিধায়ক মুকুটমণি অধিকারী। তাও আবার এমন একটা সময়ে ঘাসফুলে ভিড়লেন এই মতুয়া বিধায়ক, যখন মতুয়াদের স্বার্থ রক্ষায় জোর দিয়ে নির্বাচনের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করার কথা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

একদিন পরই আন্তর্জাতিক নারী দিবস। সেই দিনটিকে সামনে রেখে ৭ মার্চ নারী সুরক্ষা ও অধিকারের দাবিতে পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। রাজপথে সেই পদযাত্রায় পা মিলিয়েছেন সন্দেশখালির মহিলারাও। সঙ্গী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই মিছিলেই দেখা গেল বিজেপির জাতীয় কার্যকারিণী কমিটির কনিষ্ঠতম সদস্য, বিধায়ক মুকুটমণি অধিকারীকে। অভিষেকের হাতে হাত রেখে ঘাসফুলের পতাকা উচিয়ে ধরতেও দেখা গেল তাঁকে। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে বিজেপির টিকিট না পেয়েই শিবির বদল অভিমানী মুকুটের।
উল্লেখ্য, এই মুকুটমণি অধিকারী ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হবেন বলে ঠিক হয়েছিল। তখন তিনি সরকারি হাসপাতালে চাকরি করতেন। কিন্তু রাজ্য সরকার অনুমতি না দেওয়ায় প্রার্থী হতে পারেননি। এর পরে উনি চাকরি ছেড়ে বিধানসভা ভোটে প্রার্থী হন রানাঘাট দক্ষিণ কেন্দ্রে এবং জয়ীও হন। তবে মূল টার্গেট কিন্তু ছিল রানাঘাটের লোকসভার টিকিট। এ বারও তিনি বিজেপির লোকসভা ভোটের প্রার্থী হবেন বলে জল্পনা ছিল। কিন্তু বিজেপির তরফে আবার জগন্নাথ সরকারকেই টিকিট দেওয়া হয়। আর তাই পদ্মে “মোহভঙ্গ” হয় মুকুটের।

Related Articles