Sambad Samakal

BJP: সন্দেশখালি যেতে বাধা বিজেপির মহিলাদের! আটক লকেট-অগ্নিমিত্রা-ভারতী

Mar 7, 2024 @ 2:28 pm
BJP: সন্দেশখালি যেতে বাধা বিজেপির মহিলাদের! আটক লকেট-অগ্নিমিত্রা-ভারতী

সন্দেশখালি যাওয়ার পথে ফের বাধা বিজেপির মহিলা প্রতিনিধি দলকে! বৃহস্পতিবার দুপুরে নিউটাউনে হাতিশালার কাছে বিজেপি নেত্রীদের আটকে দেয় বিধাননগর সিটি পুলিশ। জানিয়ে দেওয়া হয়, ১৪৪ ধারা জারি থাকায় কোনওভাবেই তাদের সন্দেশখালি যেতে দেওয়া হবেনা।

এদিন এই কর্মসূচীর নেতৃত্বে ছিলেন, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পাল, প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষরা। দীর্ঘক্ষণ রাস্তায় বসে পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয়। শেষপর্যন্ত কার্যত টেনেহিঁচড়ে বিজেপি নেত্রীদের পুলিশের গাড়িতে তুলে এলাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে।

Related Articles