Sambad Samakal

Sekh Shahjahan: তদন্তে অসহযোগিতা! শাহজাহানকে দিল্লি নিয়ে যাওয়ার ভাবনা সিবিআইয়ের!

Mar 7, 2024 @ 11:45 am
Sekh Shahjahan: তদন্তে অসহযোগিতা! শাহজাহানকে দিল্লি নিয়ে যাওয়ার ভাবনা সিবিআইয়ের!

বুধবার সন্ধ্যে থেকেই সিবিআই হেফাজতে রয়েছেন সন্দেশখালির অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। সূত্রের খবর, গতকাল রাত থেকেই একটানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত তৃণমূল নেতাকে। তবে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেননা তিনি।

সিবিআই সূত্রের খবর, শেখ শাহজাহানের কল লিস্টা নিয়ে ইডির ওপর হামলার দিনের ঘটনা সম্পর্কে একাধিক প্রশ্ন করা হয় শাহজাহানকে। তবে সব বিষয়েই ‘জানি না’ বলে বারবার এড়িয়ে যাচ্ছেন তিনি। ফলে তদন্তকারীরা এই মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন। মনে করা হচ্ছে, দিল্লিতে মামলা স্থানান্তরিত করে জেরা করা হতে পারে শাহজাহানকে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর।

Related Articles