Sambad Samakal

Abhijit Ganguly: অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখন শুরু! কোন কেন্দ্রে হচ্ছেন প্রার্থী?

Mar 8, 2024 @ 5:44 pm
Abhijit Ganguly: অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখন শুরু! কোন কেন্দ্রে হচ্ছেন প্রার্থী?

সদ্যই বিচারকের চেয়ার ছেড়ে সরাসরি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখনও লোকসভা ভোটে আদৌ তিনি প্রার্থী হচ্ছেন কিনা, সেই বিষয়টা চূড়ান্ত হয়নি। তবে এরমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে শুরু হয়ে গেল দেওয়া লিখন!

শুক্রবার সকাল থেকেই নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুরে বিজেপি কর্মীরা তমলুক কেন্দ্রের প্রার্থী হিসেবে দেওয়ালে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম লিখতে শুরু করেন। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও তাঁর নাম ঘোষণা করা হয়নি। জেলা বিজেপি নেতৃত্বের দাবিচ কর্মীরা উৎসাহী হয়েই এই দেওয়াল লিখন শুরু করেছে। ধরেই নেওয়া হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দল যাঁকে টিকিট দেবে, কর্মীরা তাঁর হয়েই প্রচারে ঝাঁপাবে।

Related Articles