Sambad Samakal

BJP: টার্গেট ৪০০ আসন, নতুন করে বিজেপির জোটসঙ্গী হচ্ছে কারা?

Mar 8, 2024 @ 1:32 pm
BJP: টার্গেট ৪০০ আসন, নতুন করে বিজেপির জোটসঙ্গী হচ্ছে কারা?

চব্বিশের লোকসভা নির্বাচনে ৪০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর সেই লক্ষ্যপূরণে এবার নয়া জোটসঙ্গী পেতে চলেছেন বিজেপি তথা এনডিএ শিবির! জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দীর্ঘ ৬ বছর পরে ফের এনডিএ শিবিরে ফিরতে চলেছেন।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা শুরু হয়েছে তাঁর। শুক্রবার চূড়ান্ত বৈঠকের পরে সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। প্রসঙ্গত, চব্বিশে অন্ধ্রপ্রদেশে লোকসভা ভোটের সঙ্গেই অনুষ্ঠিত হবে বিধানসভা ভোটও। দু’টি নির্বাচনের ক্ষেত্রেই চন্দ্রবাবুর টিডিপি ও বিজেপি জোট করে লড়তে পারে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এর ফলে চব্বিশের লোকসভার আগে দাক্ষিণাত্যে কিছুটা হলেও শক্তি বাড়বে গেরুয়া শিবিরের।

Related Articles