প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! শুক্রবার সকাল থেকেই কলকাতা ও শহরতলীর একাধিক ঠিকানায় অভিযানে নেমেছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, নিউটাউনের পাথরঘাটা এলাকায় আব্দুল আমিনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ।
অন্যদিকে, দমদমের নাগেরবাজার এলাকায় এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতেও পৌঁছেছে ইডির দল। জেরা করে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।