Sambad Samakal

LPG Gas Price: নারী দিবসের উপহার! রান্নার গ্যাসের দাম কতটা কমালেন মোদি?

Mar 8, 2024 @ 10:15 am
LPG Gas Price: নারী দিবসের উপহার! রান্নার গ্যাসের দাম কতটা কমালেন মোদি?

শুক্রবার, আন্তর্জাতিক নারী দিবসের সকালে মহিলাদের ‘উপহার’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানোর ঘোষণা করলেন তিনি। নারী দিবসে মহিলাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মোদি লিখেছেন, “রান্নার গ্যাসের দাম কম হওয়ায়, দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক সাশ্রয় হবে, বোঝা কমবে। নারী শক্তি আরও উপকৃত হবে।” ওয়াকিবহাল মহলের একাংশের মতে, লোকসভা ভোটের আগে দেশের মহিলা ভোটারদের মন জিততেই মোদির এই পদক্ষেপ।

Related Articles