সিবিআই হেফাজতে রয়েছেন সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহান। শুক্রবার তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতার নিজাম প্যালেস থেকে বের করে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেই সময়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করলেন শেখ শাহজাহান।
এদিন সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে শেখ শাহজাহান বলেন, “আল্লাহ আছেন, বিচার হবেই।” এরপরেই তাকে গাড়িতে তুলে নিয়ে যান সিবিআইয়ের আধিকারিকরা। প্রসঙ্গত, গ্রেফতারির পরে রাজ্য পুলিশের হেফাজতে থাকাকালীন সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি শাহজাহান। কিন্তু সিবিআই হেফাজতে যাওয়ার পরেই নিজেকে নির্দোষ বলে দাবি করলেন তিনি।