Sambad Samakal

Sudha Murthy: নারী দিবসে বিশিষ্ট সমাজকর্মী সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনয়ন কেন্দ্রের

Mar 8, 2024 @ 3:19 pm
Sudha Murthy: নারী দিবসে বিশিষ্ট সমাজকর্মী সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনয়ন কেন্দ্রের

শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসের দিনই বিশিষ্ট সমাজকর্মী সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনয়ন দিল কেন্দ্রীয় সরকার। এদিন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনোনিত সুধা এখন থেকে রাজ্যসভার সাংসদ হলেন।

ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি। তবে নিজের স্বতন্ত্র পরিচয়েই সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। ইঞ্জিনিয়ারিং থেকে লেখালেখা, সমাজসেবা, সবেতেই অবাধ চলাচল তাঁর। ইতিমধ্যেই পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে সম্মানতি হয়েছেন সুধা। তাঁকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার ফলে নারীশক্তির আরও বিকাশ হবে বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদি।

Related Articles