তৃণমূলের ব্রিগেডের দিনই সন্দেশখালিতে জনসভা করতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! শুক্রবার এই মর্মে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
এদিন বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, ১০ মার্চ সন্দেশখালিতে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী। ন্যাজাট থানা এলাকার দক্ষিণ আক্রাতলায় হবে সভা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সভার সময় নির্ধারিত হয়েছে। তবে পুলিশি সমস্ত নিয়ম মানতে হবে বিজেপিকে। কোনও ধরনের উস্কানিমূলক বা উত্তেজক ভাষণ দেওয়া যাবেনা বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।