দোরগোড়ায় লোকসভা নির্বাচন। বিজেপি ইতিমধ্যেই বাংলার ৪২ আসনের মধ্যে ২০ টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু তৃণমূল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। জল্পনা ছিল, রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারেন প্রার্থী তালিকা। মঞ্চে উঠেই মমতা জানিয়ে দিলেন, সভা শেষে লোকসভা ভোটের ৪২ জন প্রার্থীকে নিয়েই মঞ্চের ঐতিহাসিক রাম্পে হেঁটে জনতার মাঝে মিশে যাবেন। অর্থাৎ, তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিলেন, সব জল্পনা সত্যি করে এদিনই বাংলার লোকসভা নির্বাচনে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন তিনি।
editor