তৃণমূলের রবিবাসরীয় ব্রিগেড ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সকাল থেকেই রাজয়েট বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে তৃণমূল কর্মী-সমর্থকরা ব্রিগেডমুখী হয়েছেন। শহর কলকাতার শ্যামবাজার, হাজরা, সেন্ট্রাল অ্যাভিনিউ, শিয়ালদহ, হাওড়া সহ একাধিক স্থান থেকে শুরু হয়েছে মিছিল।
সূত্রের খবর, এদিন ব্রিগেডে সমাবেশের মঞ্চ থেকেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করে দিতে পারেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরসঙ্গেই বিজেপির বেশ কিছু বড় নামও সরাসরি যোগদান করতে পারেন তৃণমূলের মঞ্চে। এখন দেখার এদিনের জনগর্জন সভা থেকে ঠিক কী বার্তা দেন মমতা-অভিষেক।