চব্বিশের লোকসভা ভোটের আগেই লাগু হল সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। আর এর বিরুদ্ধেই তীব্র প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে এই পদক্ষেপ বিজেপির ‘ললিপপ’ বলে কটাক্ষ করেছেন মমতা।
এদিন নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “চিন্তা করবেননা, কোনও ভয় নেই। কারও নাগরিকত্ব কাড়তে দেবনা। কোনও রকম বৈষম্যমূলক আচরণ আমরা মানিনা। এটা কি ছেলের হাতে মোয়া! যদি এখন সিএএ লাগু করে নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে কি তারা আগে নারিক ছিলেননা! নাগরিকত্ব বাতিল হলে চুপ করে থাকবনা। কাউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে দেবনা।”