এখনও আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা হয়নি। তবে তারআগেই মঙ্গলবার দুপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে তমলুকে পৌঁছে গেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তমলুক বিজেপি দফতরে প্রথমে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। এরপরে নন্দীগ্রাম সহ একাধিক এলাকায় শুভেন্দুর সঙ্গেই যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে কথা বলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, নাম ঘোষণার আগেই শুভেন্দুকে সঙ্গে নিয়ে তমলুকের মাটি চেনার কাজ শুরু করে দিলেন কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি।