চব্বিশের নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে আর টিকিট পাননি তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। অন্যদিকে, বসিরহাট থেকেও নাম কাটা গিয়েছে অভিনেত্রী নুসরত জাহানের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই সাংসদের ছবি পোস্ট করে এবারের নির্বাচনে টিকিট না পাওয়ায়, ‘দিদি ঠকিয়েছে’ বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন জনৈক মোদি ভক্ত অর্পিতা চ্যাটার্জী।
তবে পাল্টা ওই মোদি ভক্তকে কড়া জবাব দিলেন মিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমি লিখেছেন, “হোমওয়ার্ক করে টুইট করলে গুরুত্ব দিতাম। দেখছি শুধু মেয়েরাই এরকমটা করে যাচ্ছেন। এক জন মহিলাকে নীচু দেখাতে কত কী করছেন! চিয়ার্স, আমরা নারীবাদ ও নারীর সম্মান নিয়ে কথা বলি!”