বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে ক্ষুব্ধ দলেরই একাংশ! মঙ্গলবার সকাল থেকেই বোলপুরের একাধিক এলাকায় প্রিয়া সাহার বিরুদ্ধে পোস্টার চোখে পড়ে। যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
এদিন বোলপুরের নানুর, কীর্ণাহার বাজার সহ একাধিক জনবহুল এলাকায় “প্রিয়া সাহা হটাও, বিজেপি বাঁচাও”, ” প্রিয়া সাহা বিজেপি প্রার্থী মানছি না মানব না”, পোস্টার দেখা যায়। প্রসঙ্গত, সাঁইথিয়ার একনিষ্ঠ বিজেপি কর্মী গৃহবধূ প্রিয়া সাহার প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল। এবার সরাসরি প্রকাশ্যেই পোস্টার পড়ল প্রার্থীর বিরুদ্ধে।