হুগলি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল ও বিজেপির প্রার্থী হয়েছেন রচনা ব্যানার্জী ও লকেট চ্যাটার্জী। এবার কি বামেদের হয়ে ভোট ময়দানে নামতে চলেছেন শ্রীলেখা মিত্র! নেট পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বামেদের হয়ে লকেট-রচনার বিরুদ্ধে লড়তে চলেছেন শ্রীলেখা। তবে অভিনেত্রী নিজে কী বলছেন।
সংবাদমাধ্যমের সামনে অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানিয়েছেন, “এটা সম্পূর্ণ গুজব। আমি মোটেই ভোটে দাঁড়াচ্ছি না। আমি অনেক সময়েই রাজনীতির কথা বলি বলে, অনেকের হয়’তো মনে হয় আমি ভোট রাজনীতিতে নামতে পারি। রাজনীতিতে আমি কি কাজ করেছি! মাঝেমধ্যে হয়’তো কিছু মতামত রাখি। এসব একেবারে গুজব। কান দেবেন না।”