Sambad Samakal

Dilip Ghosh: ফের কুকথা দিলীপের মুখে! সরাসরি থাপ্পড় মারার নিদান!

Mar 13, 2024 @ 9:59 am
Dilip Ghosh: ফের কুকথা দিলীপের মুখে! সরাসরি থাপ্পড় মারার নিদান!

লোকসভা ভোট এগিয়ে আসতেই ফের কুকথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের মুখে! মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপির কর্মসূচীতে গিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার নাম করে থাপ্পড় মারার নিদান দিলেন তিনি!

প্রকাশ্য সভায় দিলীপ বলেন, “জুন মালিয়াদের বলে দিচ্ছি, এভাবে ভোট করবেন ভাবলে আমরাও কিন্তু অন্য কিছু দিয়ে ভোট করব। যারা কানে দুল পরে চিৎকার করছে, দিলীপ ঘোষ তাদের ভয় পায় না। কানের নীচে একটা থাপ্পড় মারব, সাত দিন শুনতে পাবে না। অনেক কুকুরকে মুগুর দিয়ে সিধে করেছি আমি।”

Related Articles