বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। সকালের দিকে রোদের তেজ থাকলেও, সন্ধ্যের পরে খানিকটা মনোরম হবে আবহাওয়া। সাম্প্রতিক তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৫ শতাংশ।