শিলিগুড়ি থেকে কলকাতায় ফিরেই সরাসরি ভবানীপুরে নিহত ব্যবসায়ী ভব্য লাখানির বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত ব্যবসায়ীর স্ত্রী ও পরিজনদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন।
সংবাদমাধ্যমের সামনে বলেন, “যারা এই ধরনের কাজ করে তারা ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল। কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।” এদিন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, মৃত ব্যবসায়ীর স্ত্রীর দায়ের করা মিসিং ডায়েরির ভিত্তিতে নিমতার প্রবোধ মিত্র লেনের বাসিন্দা অনির্বাণ গুপ্ত নামে এক ব্যক্তির বাড়ি থেকে দেহ উদ্ধার করে বালিগঞ্জ থানার পুলিশ। জলের ট্যাঙ্কে বস্তাবন্দি দেহ পুঁতে রাতারাতি পাঁচিল তুলে দেওয়া হয়। খুনের অভিযোগে অনির্বাণ গুপ্ত ও সুমন দাস দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। এই খুনের ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।